৩১ জানুয়ারি ২০২০ শুক্রবার, সকাল ১০টায় অশ্বিনী কুমার টাউন হলে (সদর রোড) জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে বরিশাল জেলা সভাপতি অধ্যাপক মো. লোকমান হাকিম এর সভাপতিত্বে বরিশাল বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, সেক্রেটারি জেনারেল মাওলানা এবিএম জাকারিয়া এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির।

