শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যমূলক করতে হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর এবং জাতীয় শিক্ষক ফোরাম এর সিনিয়র উপদেষ্টা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবে মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলছে।
শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা না থাকায় তরুণ সমাজ বিপদগামী হচ্ছে অথচ সরকার পাবলিক পরীক্ষায় ধর্মীয় শিক্ষা তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যা আত্মঘাতীর শামিল। আমরা মনে করি, ধর্মীয় শিক্ষা তুলে দিয়ে নয় বরং বহাল রেখে আত্মঘাতী সিদ্ধান্ত থেকে ফিরে আসা সরকারের নৈতিক দায়িত্ব।

৩০ নভেম্বর ২০২১ জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির আয়োজনে কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান এর সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন। শিক্ষাব্যবস্থা জাতীয়করণ,পাবলিক পরীক্ষায় ধর্মীয় শিক্ষা বহাল এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভূক্তির দাবীতে আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে অধ্যাপক মাহবুবুর রহমান বলেন,শিক্ষা খাতে বৈষম্য চরম আকার ধারণ করেছে। একই সিলেবাসে শিক্ষার্থী পড়িয়ে বেসরকারি শিক্ষকরা বেতন-ভাতাসহ নানা বৈষম্যের শিকার।

অন্যদিকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরাও মানবেতর জীবন-যাপন করছে। এহেন পরিস্থিতিতে বৈষম্যরোধে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা সময়ের দাবী। জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুস সবুর এর পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্যে রাখেন, সিনিয়র সহ-সভাপতি মাও. এবিএম জাকারিয়া, অধ্যাপক ফজলুল হক মৃধা, সেক্রেটারি জেনারেল অধ্যাপক নাসির উদ্দীন খান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক ডা. কামরুজ্জামান, ইবতেদায়ী মাদরাসা বিষয়ক সম্পাদক শেখ নজরুল ইসলাম মাহবুবসহ কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top

সদস্য হতে নিচের ফরম পূরণ করুন