জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। দেশের প্রতিটি নাগরিকের সঠিক শিক্ষা প্রাপ্তি নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
অপরদিকে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের অধিকার বাস্তবায়ন করাও রাষ্ট্রের কর্তব্য।
কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি,দেশের মানুষ প্রকৃত শিক্ষা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
শহুরে প্রজন্ম উন্নত শিক্ষা সেবা পেলেও গ্রামীণ জনপদের প্রজন্মরা উন্নত শিক্ষা সেবা থেকে যুগ যুগ ধরে বঞ্চিত রয়ে যাচ্ছে।
শিক্ষাব্যবস্থায় বৈষম্য থাকায় হাজার হাজার শিক্ষক বৈষম্যের শিকার হচ্ছে।
এ অবস্থা উত্তরণে সামগ্রিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের বিকল্প নেই।
আজ ২৫ ডিসেম্বর শুক্রবার জাতীয় শিক্ষক ফোরামের জেলা প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সংগঠনের সেক্রেটারি জেনারেল মাওলানা এবিএম জাকারিয়া এবং জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুস সবুর এর
পরিচালনায়
অনুষ্ঠিত এ সভা রাজধানী ঢাকার আত- ত্বরীক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যমূলককরণ,শিক্ষাব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষক সমাজের ন্যায্য দাবী আদায়ের লক্ষে
আগামী ২১ জানুয়ারি’২১ অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় সম্মেলনকে সফল করতে সারাদেশ থেকে জেলা প্রতিনিধি শিক্ষকরা সভায় যোগ দিয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন।
দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিনিধি সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খান,মুফতি দেলোয়ার হোসেন সাকী, অধ্যাপক ফজলুল হক মৃধা, প্রিন্সিপাল সুলতান মাহমুদ খান,
সহকারি সেক্রেটারি জেনারেল
অধ্যক্ষ মু. অলিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক জনাব হুমায়ন কবির, সহ-সাংগঠনিক সম্পাদক মু মনিরুল ইসলাম, হাফেজ মাওলানা জয়নুল আবেদীন ফরাজী, প্রভাষক মাওলানা রেজাউল করিম,ক্বারী দিদারুল মাওলা, প্রচার সম্পাদক আব্দুল হান্নান, বিশ্ব বিদ্যালয় বিষয়ক সম্পাদক সহকারি অধ্যাপক আব্দুর রকিব, সহকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ার, কলেজ বিষয়ক সম্পাদক সহকারি অধ্যাপক মু. আমিনুল ইসলাম,কওমি মাদরাসা বিষয়ক সম্পাদক মাওলানা নিয়াজুল করীম
ভারপ্রাপ্ত দফতর সম্পাদক এসএম মহিউদ্দিন মোল্লা, সহ- প্রশিক্ষণ সম্পাদক মুফতি আশরাফ আলী,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জমারত আলী,
সহকারি আইন বিষয়ক সম্পাদক প্রভাষক আর আই এম অহিদুজ্জামান,আলীয়া মাদরাসা বিষয়ক সম্পাদক ড.মাওলানা আবু জাফর মু. সালেহ,
সহকারি তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল ওমর ফারুক,বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকগণ সহ কেন্দ্রীয় সদস্য এবং জেলা ও মহানগর নেতৃবৃন্দ।