শিক্ষার সর্বস্তরে রাসূল (সা.)এর জীবনাদর্শ অন্তর্ভুক্তকরণ বাধ্যতামূলক করতে হবে

জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব বিকাশ লাভ করে। শিক্ষার সাথে ধর্ম ওতোপ্রতোভাবে জড়িত। ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষ তার স্রষ্টার পরিচয় লাভ করে।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমান প্রজন্মকে সুকৌশলে ধর্মহীনভাবে গড়ে তোলা হচ্ছে।
শিক্ষা সিলেবাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয়েছে।
সুকৌশলে স্রষ্টার অস্তিত্ব অস্বীকার করা হয়েছে।
বিশ্ব নবী,মানবতার নবী,সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) এর জীবন-চরিত্র সুকৌশলে বাদ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ধর্মীয় শিক্ষা বাধ্যমূলক নয়। যা সংখ্যাগরীষ্ঠ মুসলমানের দেশ হিসেবে মেনে নেওয়া যায় না।
অতএব বাংলাদেশের প্রচলিত শিক্ষার সর্বস্তরে তথ্য- প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি চরিত্র গঠনে রাসূল সা. এর জীবনাদর্শ অন্তর্ভূক্তকরণ বাধ্যতামূলক করতে হবে।
শুধু তাই নয়,ধর্মবিদ্বেষী বিষয়গুলোও সিলেবাস থেকে বাদ দিতে হবে।
আজ শুক্রবার বাদ মাগরিব কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ফোরাম এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুস সবুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন
সিনিয়র সহসভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান,অধ্যাপক ফজলুল হক মৃধা,
সেক্রেটারি জেনারেল মাওলানা এবিএম জাকারিয়া,
প্রচার সম্পাদক আব্দুল হান্নান স্যার,ভারপ্রাপ্ত দফতর সম্পাদক মোল্লা মু. মহিউদ্দিন স্যার, বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক এসিস্ট্যান্ট প্রফেসর আব্দুর রকিব,স্কুল বিষয়ক সম্পাদক প্রভাষক আমজাদ হোসেন আযমী,
শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এসিস্ট্যান্ট প্রফেসর ডা.কামরুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জমারত আলী সহ অন্যান্য সদস্যবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top

সদস্য হতে নিচের ফরম পূরণ করুন